রঙ মেখেছিলাম সেদিন কারণ
তুমি বেঁচে ছিলে,
সেদিন একটুখানি নেশাও করেছিলাম,
তুমি দেখতে চেয়েছিলে, কিসে
আমি বেসালাম বড্ড বেশি ।
আমি সাদাকালো, পলাশের গোছা নিয়ে
চিত্রপটের উদ্ভ্রান্ত নায়ক হয়ে
আজ আবীর ভিজিয়েছিলাম, চোখের জলে,
যাতে, তোমার ফেলে রাখা স্মৃতির
উবে যাওয়ার দাগ থেকে যায় ।
ফিরে এসো, আমার হাতে রঙ
একা আর মানায় না...।।
তুমি বেঁচে ছিলে,
সেদিন একটুখানি নেশাও করেছিলাম,
তুমি দেখতে চেয়েছিলে, কিসে
আমি বেসালাম বড্ড বেশি ।
আমি সাদাকালো, পলাশের গোছা নিয়ে
চিত্রপটের উদ্ভ্রান্ত নায়ক হয়ে
আজ আবীর ভিজিয়েছিলাম, চোখের জলে,
যাতে, তোমার ফেলে রাখা স্মৃতির
উবে যাওয়ার দাগ থেকে যায় ।
ফিরে এসো, আমার হাতে রঙ
একা আর মানায় না...।।
- Get link
- X
- Other Apps
Comments