নিরাকারে সাধি তোমা, ওগো অধরা
নাহি চাহি আজি ভুলে লাজ,
তোমার দয়ার ক্ষমা ।
ক্ষেদ বঞ্চিত, কুণ্ঠ দ্বার
আসীন হোক হৃদ তব উদার ।
আনত করি শির, আশিসে নামি
অবগাহন স্নেহময়, প্রদেয় দামী ।
পরিচয় আখ্যা প্রদানিক,
পদাতিক তার ধূসর পরিধান,
যামিনী ভেদী পথ ভ্রষ্ট তুমি পথিক
আমি সজ্জিত শব্দ মালা কেবল,
-- আমি স্বরচিতের অনুবাদন...।।
- Get link
- X
- Other Apps
Comments