ছদ্মনামের রাজ-রূপ....
শুধু প্রশ্নমালা সাজানো,
তুমি নেই বিস্মৃত ছিলাম ।
উত্তরের অপেক্ষায় আজ
কয়েকটি বছরের উদ্ভট চলাচল ।
তবুও মনের গভীরে
রোদে মাখা বালুভুমি বলে,
গন্তব্য হয়ত আমি হবো কোনকালে,
সেটা বসন্ত না হওয়া স্বাভাবিক,
পাতার ঝরার ব্যাস্ততা তোমায়
-- ঢেকে দেবে ।
হলদে-কমলা রঙে তোমার,
আমার সেই ছবি আর তুলি-বাসরে আসেনা,
সেটা বৃষ্টি হোক, আড়াল হোক,
কিম্বা "ব্যাথার" ছদ্মনামে
-- তুমি রাজ-রূপে;
আমার পদক্ষেপে আরেকটি বার
শেষ ঘুমটির "প্রলেপে"......।।
--অরিজিৎ নন্দী ( ২৬শে ফেব্রুয়ারি, ২০১২ )
- Get link
- X
- Other Apps
Comments