বিভাজক দ্বিচারিতা......
মেঘ বালি ধূলিকণার বিবিধ আঘাতে
আকাশকুসুমের বুনিয়াদ,
আমি রাজত্বের বিলাসিতার
আলগোছে ভাগ্যলেখক;
পাথেয় শূন্য, ফিরি পথে পথে
ভাঙন-রোধের অন্তিম স্বপ্নেতে ।
জানি সে বিভাজ্য, নিজের নিয়ন্তা
তবু প্রাচীনের চুম্বন খোঁজে অহমিকা ।
স্থির শান্ত নির্বিকার স্বেদ-ক্ষরণ,
জানান হবে যাওয়ার পথের ললাটিকা ;
আমার নিঃস্ব প্রাণে সঞ্চয়হীন ক্রোধ,
দ্বারের উপর নিখোঁজ আমার দায়,
ভালোবাসা ভাজকের সাথে অঙ্ক কষে তবু ----
---- ভাগশেষের ভুলে উত্তর অবহেলা হয়...।।
-- অরিজিৎ নন্দী ( ১৮ই এপ্রিল, ২০১২ )
- Get link
- X
- Other Apps
Comments