রকমফের তো কেবল মুখোশের,
আদপে আমি আজও বেয়াদপ,
ভালো লাগা, মন্দ লাগা, সে সব তো
মনের ষড়যন্ত্র ...
করা নেড়ে ডাকেনি আমায় বিকেলের গন্ধ,
তালা বন্ধ খিড়কির ফাঁকে,
আমি বলেছি আমি মন্দ, তাই
আমার রূপে, আমার উঠান
নিকানো বদনামে, ছদ্মনামে,
দর যাতে আমার অভিনয়ের
আরও হাজার টাকা বাড়ে ...
সেখানে সম্মান তোমার মেকী আসনে
আমার ঘামের কাছে, রক্ত তোমার
মানের অনুসন্ধানে,
তবু আমি আমার ঘরের আমারই আলো
একলা জীবন কিছু নাহয় মিথ্যে হল,
মঞ্চ থেকে বিদায় তোমার নিয়মে;
একদিন আমার ডাক,
সমস্ত কিছুই কাল্পনিক নাকি,
আমার মৃত্যুটাই আড়ম্বর-সাড় ...।।
- Get link
- X
- Other Apps
Comments