যন্ত্রের অভাব আসলে ভীষণ অযান্ত্রিকের সূচনা,
মেপে দেখা যায়না, পাওয়া, দেওয়া, নেওয়া
- হিসেব গুলোর নীল কালো কাটাকুটি ।
আর ফস্কে যায় মগজের যত জ্ঞ্যান-গম্মি,
কামুক, ভাবুক, মাংসভুক, আর্সেনিক ধরা নখে
সব খামচে ধরে,
পাছে ---------- বুদ্ধি খরচ করে ফেলে ।
আর ব্যাথা গুলো শুধু ঠিকানা বদল হয়,
রাণার তাকে, একই দিকে পৌঁছায় ।
আহ্লাদে হোক বা উদ্দীপনায়,
অপাশের ভাবনা, চাহিদা কখনো কখনো "জোর"
আর তখন, সে উলঙ্গের মত, হাজার আড়ালেও
নির্লজ্জের মত "জল ভরে ভরে আমায় অন্ধ করে যায়"....
- Get link
- X
- Other Apps
Comments