একলা
ঘরে আজ কাঁদলেও জল জমে যায়, যে ছিদ্র হয়েছিল তোমার অন্তর্ঘাতে, আজ তা বুজে
গেছে, আপোষের অমলিন ধর্ষণে । জানতে চাইবেনা ? চেয়েওনা, কিছু জুক্তি-তক্কের
অযাচিত আবেদনে আমি সাড়া নাও দিতে পারি । সেখানে আমার স্বকীয়তা তোমারই
স্বেচ্ছাচারিতার অনুশীলনী মাত্র । তাই পরিশেষে আমি সঠিক হলেও, আদপে আমি
মস্ত ভুল । কেড়ে নিতে যাবো কেন, যদি আমার নিজের না থাকে, সে তো কবেই শেষ
করে দিয়েছি । কারণ অসংখ্য, তবু দায় আমার, কারণ প্রকারন্তরেই
যে চালক, সে দায়ভার নিলে, অসীমের অভিশাপ আমায় যে আবার হননে ব্যাস্ত হয়ে
উঠবে । সে অভিযানের যে আমি অভিযাত্রী নই । যে নামেই ডাকো, যে রঙেই মাখাও,
আদল তো বদলায়না, সে তো আদিম । তবে কিসের লালসা, কিছু আমিষের অতিরিক্ততা
ছাড়া কি বা দিতে পারো ? শুধু আমি বন্দী । আমার সীমানায়, আমার শিক্ষায়, আমার
আত্মসম্মানে । যাতে আমায় আমার অন্তর্নিহিত ঈশ্বর ছাড়া কেউ না ছুঁতে পারে,
কন অজুহাতেই । তাই তুমি আর হয়ত কাঁদতে পারবেনা, ছিদ্রগুলোর অভাব আজ আর বোধ
করিনা...।।
Comments