অর্থহীন আবর্ত এবার থামাও,
সেখানে আমি ভীষণ অপ্রয়োজনীয়,
আগে বুঝে দেখ, পরিসীমা,
আগে জেনে দেখ, চাহিদা ;
সেখানে কি স্বপ্ন ছিল কখনো
রোদের মাঝে বৃষ্টি হওয়ার,
কখনো চাওনি অন্ধকারে আমায়
নষ্ট করে পেতে, চাওনি
আমার উষ্ণতাকে মেপে রাখতে ।
আপেক্ষিক গতিবেগে বাঁধা,
তুমি চললে, চলব তো আমিও ;
তবে বেনিয়মের খাতা কোথায়
যার পাতা ছিঁড়ে ছিঁড়ে উড়িয়ে যাব ।
কিসের তবে বাঁধন যেথা
তুমি রইলে তুমি-ই,
শুধু আমার বেলায় ছাড়তে হবে
স্বপ্ন ঘিরে সাজান যত তোমায়,
আমার বেলায় মুছতে হবে
- আমারই মাঝে আমি...।।
---- ৬ই জুলাই, ২০১২
Comments