ক্ষুধাতুরের চিৎকার তোমার পূর্ণ থালার আশেপাশে ঘুরছে
নাগাল না পাওয়া সেদ্ধ ভ্রূণেরা, জরায়ুর দেওয়ালে আঘাতে ব্যাস্ত,
আর ওপাশের কিছু অট্টহাসি, ব্যাঙ্গ গায়ে জড়িয়ে
আগুন লাগাচ্ছে, হাসতে চাওয়া দুপাটি দাঁতে ।।
শরীর দুভাগ, মনের নেশা বিপদ দেখার, পায়ের পালানোয়
মগজের কিছু চিত্রপট, শুখনো এখন, রক্তে মাখবে রঙ ।।
কেন শুধু বেছে বেছে ওপরেরই পথ খুঁজে আরও সিঁড়ি ভাঙ্গা ??
একদিন যদি পৌঁছাই তোমাদেরও ওপরে,
নিজেই ভাঙবো, ফাটলের নামে সাজানো জীবনের
এখানে ওখানে সেঁটে দেওয়া কেচ্ছা, ঝাঁপ দেব
-------------------------------------------
পরবর্তী ঘোষণা মৃত্যু-বিরতির পর............।।
Comments