বাষ্প জমতে জমতে যখন
গলার কাছে ধাক্কা দিল, জানান দিল
লাল বাতির সময়, হাতে কিছুমাত্র
লাশ, পুরিয়ে ফেলার আগে
তার রক্ত দিতে পার কি আমায় ধার ??
মৃত্যু কঠিন, আবেগ সীমাহীন, দুই ঠগ;
আমি চাই, নিরাকার অবয়ব ।
দায়িত্ব তোমার, আমি ভোগ্য, তুমি উপভোক্তা,
কেমন করে কালবৈশাখী আসে, আমি
জানি তো না, আমি দেখি কেবল,
তুমি ছোঁও তাকে, রঙ তুলির ফাঁকে
আমার কেটে নেওয়া দুহাতে ।
আমি ক্রীতদাস, শরীর কেবল রয়েছে
হয়ে আবাস ; আমার আত্মার প্রতিস্থাপন
তবেই পাবে, যেদিন সাদা রঙ,
তোমার উপড়ানো বুকের কামুক স্তম্ভে
বিপদ চিহ্ন আঁকবে ......।।
- Get link
- X
- Other Apps
Comments