একটা উলটানো ভাতের হাঁড়িতে,
মুখ বারিয়ে অনাহার খোঁজে - "শরম",
ক্ষুধার লজ্জা তখন শব্দ ছাড়া
আকাশকুসুমের তৃতীয় নয়ন,
যে শাসায়, পক্ষপাত করে;
দুষ্ট পাকস্থলীর ষড়যন্ত্র কে রঙ দিয়ে বলে,
তোর কবিতা না পায় পাক,
আমার হিংসে তবু পায়,
তোর রক্তের কিছু হিমোগ্লোবিনে
পুড়তে গিয়েও পুড়তে পারিনি,
বারবার কষ্ট গুলো আমায় ঠেলেছে,
কবিতা নামক অস্ত্র শানে,
আর আমায় চূর্ণ বিচূর্ণ করেছে;
আমি লজ্জা হয়ে এসেছিলাম,
আমায় অলীক দেশে ছুঁড়েছে,
একটু তো রক্ত চেয়েছিলাম,
আমার কবিতা, চোখ রাঙিয়েছে......।।
- Get link
- X
- Other Apps
Comments