নিঃসঙ্গ আবরণ....
আমার নিঃসঙ্গতার বিরক্তি,
কখনো কখনো নিরীহ কাঁচের উপর চড়ে;
নেশাতুর অবাস্তবতায় তখন
আমি বোধহয় আমার মাঝে জাল ঘেরা দেওয়াল,
যার ওপারে উনুনের ধোঁয়ায় আটপৌরে জীবন ।
এপারে স্বপ্ন, রঙবেরঙ মানুষ --
গরম হাওয়ায় সবই ফানুস ।
ঐ পাঁচিলের ওধার এধারেই সীমানা,
এইটাই তো চৌহদ্দির মাপকাঠি;
আমি একা নই, আমি ক্লান্ত,
এইটুকু পরিসীমায় নিজেকে মাপতে গিয়ে
আসলে আমার চোখের খাদ্যগ্রহণের অভাব
-- কিম্বা স্বভাব ।
সেখানেই উৎপত্তি, "এই" "সেই" শব্দের,
কেউ ডাকে "একাকীত্ব", কেউ চায় শরীর,
মন তো ওপারের হেঁশেলে,
দুপুরের বিস্রামের অপেক্ষায় ;
আমি ছুটছি দুমুঠো লোহা কিনব বলে,
আজ পাঁচিল ভেঙ্গে খুঁজব আমায়......।।
- Arijit Nandi (24th March, 2012)
- Get link
- X
- Other Apps
Comments