সাদা রঙে সাদা নই,
রোদের তলায় আমার - রাজা সাজা;
সযত্নে রাখা ছাপ গুলো
ঘাম হয়ে যারা ঝরে।
উল্লাসে পাকস্থলী, গিলছে শহর
উত্তাপ যেখানে কংক্রিট ভালোবাসে
নিয়মানুসারে...
বাক্সবন্দী যৌনতা, সস্তায়
রাতের ঘুমের বড়ি বলে
আমার বিকারগ্রস্থ মন,
অঙ্গ বৃদ্ধির জাস্টিফিকেশন...।।
- Get link
- X
- Other Apps
Comments