Skip to main content

Posts

Showing posts from April, 2012

24th April, 2012

নিরাকারে সাধি তোমা, ওগো অধরা নাহি চাহি আজি ভুলে লাজ, তোমার দয়ার ক্ষমা । ক্ষেদ বঞ্চিত, কুণ্ঠ দ্বার আসীন হোক হৃদ তব উদার । আনত করি শির, আশিসে নামি অবগাহন স্নেহময়, প্রদেয় দামী । পরিচয় আখ্যা প্রদানিক, পদাতিক তার ধূসর পরিধান, যামিনী ভেদী পথ ভ্রষ্ট তুমি পথিক আমি সজ্জিত শব্দ মালা কেবল, -- আমি স্বরচিতের অনুবাদন...।।

23rd April, 2012

আধ চোখ জাগা স্বপ্ন গুলোর ঠোঁটে তার ডাক, মলিন চাদর; ঘুম ছড়ানো তার ঘাম গায়ে এক ফোঁটা আবেগের গরাগরিময়, সুতর বুনটে জরাজরি করে একটি শরীর আকুতিতে মরে, কারাগার হয়ে যায় যেন সব জানালার গায়ে রোদের কলরব, দশ বাই দশ, ছোট্ট খাতার খুন জখমের, হিসেবের ভার কখনো দরজা সেঁটে দেয় কিছু কুরিয়ারে আসে নীল কালি পিছু, আরও দূর দুহাত এগলেই পরে মুক্ত আকাশ জড়িয়ে ধরে আত্মহত্যা কয় লোকে যারে, আমার জীবন, আর আমার আমি ---- ওরা থাকে ওধারে.........।।

বিভাজক দ্বিচারিতা...... 18TH APRIL, 2012

বিভাজক দ্বিচারিতা...... মেঘ বালি ধূলিকণার বিবিধ আঘাতে আকাশকুসুমের বুনিয়াদ, আমি রাজত্বের বিলাসিতার আলগোছে ভাগ্যলেখক; পাথেয় শূন্য, ফিরি পথে পথে ভাঙন-রোধের অন্তিম স্বপ্নেতে । জানি সে বিভাজ্য, নিজের নিয়ন্তা তবু প্রাচীনের চুম্বন খোঁজে অহমিকা । স্থির শান্ত নির্বিকার স্বেদ-ক্ষরণ, জানান হবে যাওয়ার পথের ললাটিকা ; আমার নিঃস্ব প্রাণে সঞ্চয়হীন ক্রোধ, দ্বারের উপর নিখোঁজ আমার দায়, ভালোবাসা ভাজকের সাথে অঙ্ক কষে তবু ---- ---- ভাগশেষের ভুলে উত্তর অবহেলা হয়...।। -- অরিজিৎ নন্দী ( ১৮ই এপ্রিল, ২০১২ )

স্বচ্ছ যবনিকা......... 16TH APRIL, 2012

স্বচ্ছ যবনিকা......... যদি অগোছালোই রাখার হত, রাখতাম কেন, বিস্মৃতি তো অনেক সহজ আবেগ ছিল, সেখানে প্রতিনিয়ত, সাজানো নৈবেদ্যর টুকরো গুলোয়, পচনের কান্না হয়ও না । যেখানে বিশ্বাসের গরাদখানায় একবার পারদের মত বিষ হয়ে ঢুকেছিলে, সেখানে আজও শ্মশানের চিহ্ন আঁকতে না পারার আমার অক্ষমতাটাই আজ ভীষণ দৃষ্টিকটু, কারণ তুমি ভিন্ন, তোমার ধারনা আজ স্বয়ম্বর সভায় বিকনোর অপেক্ষায় দাম গুনছে, ভাগ বাটোয়ারা খেলতে খেলতে ক্লান্তিহীন দুটো লাল চোখের দুর্বোধ্যতা তোমায় দূর করছে ; হারিয়ে নিয়ে চলছে ; আমার সাদামাঠা গরীব জীবনে তোমার এই অভিনয় একবার পরদা নামিয়েছে, বলতে পাও, যবনিকা আজ সত্যি উধাও?? তবে বানাতে কেন বল আবেগ, কেন বল আবেগ গুলো কুড়িয়ে এনে সাজাতে ?? পারবে তার মাঝে তুমি, আসীন হতে ?? আমার রচনা দীর্ঘ হোক, তুমি হও স্বচ্ছ ; আমার জেগে ওঠা প্রশ্ন গুলোর উত্তর হয়ওনা, হও একাত্ম, আমার মৃত্যুর পড়ে যেন, আমি লিখে যেতে পারি, তুমি সেদিন, বাকি সবার ভাগের মাঝে, শুধু আমারই ছিলে .........।। - অরিজিৎ নন্দী ( ১৬ই এপ্রিল, ২০১২ )

9th April, 2012

একটা উলটানো ভাতের হাঁড়িতে, মুখ বারিয়ে অনাহার খোঁজে - "শরম", ক্ষুধার লজ্জা তখন শব্দ ছাড়া আকাশকুসুমের তৃতীয় নয়ন, যে শাসায়, পক্ষপাত করে; দুষ্ট পাকস্থলীর ষড়যন্ত্র কে রঙ দিয়ে বলে, তোর কবিতা না পায় পাক, আমার হিংসে তবু পায়, তোর রক্তের কিছু হিমোগ্লোবিনে পুড়তে গিয়েও পুড়তে পারিনি, বারবার কষ্ট গুলো আমায় ঠেলেছে, কবিতা নামক অস্ত্র শানে, আর আমায় চূর্ণ বিচূর্ণ করেছে; আমি লজ্জা হয়ে এসেছিলাম, আমায় অলীক দেশে ছুঁড়েছে, একটু তো রক্ত চেয়েছিলাম, আমার কবিতা, চোখ রাঙিয়েছে......।।

5th April, 2012

ক্ষুধাতুরের চিৎকার তোমার পূর্ণ থালার আশেপাশে ঘুরছে নাগাল না পাওয়া সেদ্ধ ভ্রূণেরা, জরায়ুর দেওয়ালে আঘাতে ব্যাস্ত, আর ওপাশের কিছু অট্টহাসি, ব্যাঙ্গ গায়ে জড়িয়ে আগুন লাগাচ্ছে, হাসতে চাওয়া দুপাটি দাঁতে ।। শরীর দুভাগ, মনের নেশা বিপদ দেখার, পায়ের পালানোয় মগজের কিছু চিত্রপট, শুখনো এখন, রক্তে মাখবে রঙ ।। কেন শুধু বেছে বেছে ওপরেরই পথ খুঁজে আরও সিঁড়ি ভাঙ্গা ?? একদিন যদি পৌঁছাই তোমাদেরও ওপরে, নিজেই ভাঙবো, ফাটলের নামে সাজানো জীবনের এখানে ওখানে সেঁটে দেওয়া কেচ্ছা, ঝাঁপ দেব ------------------------------ ------------- পরবর্তী ঘোষণা মৃত্যু-বিরতির পর............।।

2nd April, 2012

বাষ্প জমতে জমতে যখন গলার কাছে ধাক্কা দিল, জানান দিল লাল বাতির সময়, হাতে কিছুমাত্র লাশ, পুরিয়ে ফেলার আগে তার রক্ত দিতে পার কি আমায় ধার ?? মৃত্যু কঠিন, আবেগ সীমাহীন, দুই ঠগ; আমি চাই, নিরাকার অবয়ব । দায়িত্ব তোমার, আমি ভোগ্য, তুমি উপভোক্তা, কেমন করে কালবৈশাখী আসে, আমি জানি তো না, আমি দেখি কেবল, তুমি ছোঁও তাকে, রঙ তুলির ফাঁকে আমার কেটে নেওয়া দুহাতে । আমি ক্রীতদাস, শরীর কেবল রয়েছে হয়ে আবাস ; আমার আত্মার প্রতিস্থাপন তবেই পাবে, যেদিন সাদা রঙ, তোমার উপড়ানো বুকের কামুক স্তম্ভে বিপদ চিহ্ন আঁকবে ......।।

12th March, 2012

একলা ঘরে আজ কাঁদলেও জল জমে যায়, যে ছিদ্র হয়েছিল তোমার অন্তর্ঘাতে, আজ তা বুজে গেছে, আপোষের অমলিন ধর্ষণে । জানতে চাইবেনা ? চেয়েওনা, কিছু জুক্তি-তক্কের অযাচিত আবেদনে আমি সাড়া নাও দিতে পারি । সেখানে আমার স্বকীয়তা তোমারই স্বেচ্ছাচারিতার অনুশীলনী মাত্র । তাই পরিশেষে আমি সঠিক হলেও, আদপে আমি মস্ত ভুল । কেড়ে নিতে যাবো কেন, যদি আমার নিজের না থাকে, সে তো কবেই শেষ করে দিয়েছি । কারণ অসংখ্য, তবু দায় আমার, কারণ প্রকারন্তরেই যে চালক, সে দায়ভার নিলে, অসীমের অভিশাপ আমায় যে আবার হননে ব্যাস্ত হয়ে উঠবে । সে অভিযানের যে আমি অভিযাত্রী নই । যে নামেই ডাকো, যে রঙেই মাখাও, আদল তো বদলায়না, সে তো আদিম । তবে কিসের লালসা, কিছু আমিষের অতিরিক্ততা ছাড়া কি বা দিতে পারো ? শুধু আমি বন্দী । আমার সীমানায়, আমার শিক্ষায়, আমার আত্মসম্মানে । যাতে আমায় আমার অন্তর্নিহিত ঈশ্বর ছাড়া কেউ না ছুঁতে পারে, কন অজুহাতেই । তাই তুমি আর হয়ত কাঁদতে পারবেনা, ছিদ্রগুলোর অভাব আজ আর বোধ করিনা...।।

নিঃসঙ্গ আবরণ.... - 24TH MARCH, 2012

নিঃসঙ্গ আবরণ.... আমার নিঃসঙ্গতার বিরক্তি, কখনো কখনো নিরীহ কাঁচের উপর চড়ে; নেশাতুর অবাস্তবতায় তখন আমি বোধহয় আমার মাঝে জাল ঘেরা দেওয়াল, যার ওপারে উনুনের ধোঁয়ায় আটপৌরে জীবন । এপারে স্বপ্ন, রঙবেরঙ মানুষ -- গরম হাওয়ায় সবই ফানুস । ঐ পাঁচিলের ওধার এধারেই সীমানা, এইটাই তো চৌহদ্দির মাপকাঠি; আমি একা নই, আমি ক্লান্ত, এইটুকু পরিসীমায় নিজেকে মাপতে গিয়ে আসলে আমার চোখের খাদ্যগ্রহণের অভাব -- কিম্বা স্বভাব । সেখানেই উৎপত্তি, "এই" "সেই" শব্দের, কেউ ডাকে "একাকীত্ব", কেউ চায় শরীর, মন তো ওপারের হেঁশেলে, দুপুরের বিস্রামের অপেক্ষায় ; আমি ছুটছি দুমুঠো লোহা কিনব বলে, আজ পাঁচিল ভেঙ্গে খুঁজব আমায়......।। - Arijit Nandi (24th March, 2012)

23rd March, 2012

রকমফের তো কেবল মুখোশের, আদপে আমি আজও বেয়াদপ, ভালো লাগা, মন্দ লাগা, সে সব তো মনের ষড়যন্ত্র ... করা নেড়ে ডাকেনি আমায় বিকেলের গন্ধ, তালা বন্ধ খিড়কির ফাঁকে, আমি বলেছি আমি মন্দ, তাই আমার রূপে, আমার উঠান নিকানো বদনামে, ছদ্মনামে, দর যাতে আমার অভিনয়ের আরও হাজার টাকা বাড়ে ... সেখানে সম্মান তোমার মেকী আসনে আমার ঘামের কাছে, রক্ত তোমার মানের অনুসন্ধানে, তবু আমি আমার ঘরের আমারই আলো একলা জীবন কিছু নাহয় মিথ্যে হল, মঞ্চ থেকে বিদায় তোমার নিয়মে; একদিন আমার ডাক, সমস্ত কিছুই কাল্পনিক নাকি, আমার মৃত্যুটাই আড়ম্বর-সাড় ...।।

9th March, 2012

রঙ মেখেছিলাম সেদিন কারণ তুমি বেঁচে ছিলে, সেদিন একটুখানি নেশাও করেছিলাম, তুমি দেখতে চেয়েছিলে, কিসে আমি বেসালাম বড্ড বেশি । আমি সাদাকালো, পলাশের গোছা নিয়ে চিত্রপটের উদ্ভ্রান্ত নায়ক হয়ে আজ আবীর ভিজিয়েছিলাম, চোখের জলে, যাতে, তোমার ফেলে রাখা স্মৃতির উবে যাওয়ার দাগ থেকে যায় । ফিরে এসো, আমার হাতে রঙ একা আর মানায় না...।।

একলা রবি...... - 6TH MARCH, 2012

একলা রবি...... কেউ মোর ডাক শোনে আর না -- তাই একলা চলি রে । আমার একলা পথের একলা পথিক একলা আমি, আমার খেয়ালে, যদি পরান চায়, একলা এসো একলা ঘরের একলা মন্দিরে । কেউ মোর ডাক শোনে আর না -- তাই একলা চলি রে । অভাগা নাম যে আমার, কপাল দোষে একলা হলেম, তোমার ভিড়ে, তবু মন রে চায়, উড়তে বাধা, দেয় বারেবার পরান আমার, একলা থাকার দায়ে । কেউ মোর ডাক শোনে আর না -- তাই একলা চলি রে । একলা আমার যাত্রা শুরু, একলাই তো শেষ, তবু মন রে মরে কেদে কেদে, কিসের সেই খোঁজ, একলা দুপুর, একলা ঘেমে, একলাই তো রই তবু অবুঝ মনের কিসের খেলা একলা কেন ভয় । একলা হতেই চেয়েছিলে তো, আলোর বাতির কাছে, লাজ তবে তুই রাখিস কেন মনের মাঝে সাজে, একলা আধার সেও যে আসে, সুজ্যি টারে ফেলে তাই একলাই চল মরণ ধরি, নতুন খেলার ছলে । কেউ মোর ডাক শুনে আর না -- তাই একলা চলি রে...।। - অরিজিৎ নন্দী ( ৬ই মার্চ, ২০১২ )

ছদ্মনামের রাজ-রূপ - 26TH FEB, 2012

ছদ্মনামের রাজ-রূপ.... শুধু প্রশ্নমালা সাজানো, তুমি নেই বিস্মৃত ছিলাম । উত্তরের অপেক্ষায় আজ কয়েকটি বছরের উদ্ভট চলাচল । তবুও মনের গভীরে রোদে মাখা বালুভুমি বলে, গন্তব্য হয়ত আমি হবো কোনকালে, সেটা বসন্ত না হওয়া স্বাভাবিক, পাতার ঝরার ব্যাস্ততা তোমায় -- ঢেকে দেবে । হলদে-কমলা রঙে তোমার, আমার সেই ছবি আর তুলি-বাসরে আসেনা, সেটা বৃষ্টি হোক, আড়াল হোক, কিম্বা "ব্যাথার" ছদ্মনামে -- তুমি রাজ-রূপে; আমার পদক্ষেপে আরেকটি বার শেষ ঘুমটির "প্রলেপে"......।। --অরিজিৎ নন্দী ( ২৬শে ফেব্রুয়ারি, ২০১২ )

1st March, 2012

যন্ত্রের অভাব আসলে ভীষণ অযান্ত্রিকের সূচনা, মেপে দেখা যায়না, পাওয়া, দেওয়া, নেওয়া - হিসেব গুলোর নীল কালো কাটাকুটি । আর ফস্কে যায় মগজের যত জ্ঞ্যান-গম্মি, কামুক, ভাবুক, মাংসভুক, আর্সেনিক ধরা নখে সব খামচে ধরে, পাছে ---------- বুদ্ধি খরচ করে ফেলে । আর ব্যাথা গুলো শুধু ঠিকানা বদল হয়, রাণার তাকে, একই দিকে পৌঁছায় । আহ্লাদে হোক বা উদ্দীপনায়, অপাশের ভাবনা, চাহিদা কখনো কখনো "জোর" আর তখন, সে উলঙ্গের মত, হাজার আড়ালেও নির্লজ্জের মত "জল ভরে ভরে আমায় অন্ধ করে যায়"....

22nd Feb, 2012

সাদা রঙে সাদা নই, রোদের তলায় আমার - রাজা সাজা; সযত্নে রাখা ছাপ গুলো ঘাম হয়ে যারা ঝরে। উল্লাসে পাকস্থলী, গিলছে শহর উত্তাপ যেখানে কংক্রিট ভালোবাসে নিয়মানুসারে... বাক্সবন্দী যৌনতা, সস্তায় রাতের ঘুমের বড়ি বলে আমার বিকারগ্রস্থ মন, অঙ্গ বৃদ্ধির জাস্টিফিকেশন...।।

21st Feb, 2012

রাগ রাগ রাগ শুধু তোমার উপর, আঁকা মাখা ছাই পাতার দোহাই, নষ্ট তো নয় নগ্ন ব্যাপার, রূপকথা বলতে বিছানা অসার, তবু কাম বাণ প্রত্যাক্ষান... আসলে দাঁত কেলায় ...... :P মুখোশের ভাণ....