ওটা আমার দাগ ছিলনা,
তবু চিৎকার করে, আমার ঘড়ি থেকে
একের পর এক কাঁটা চুরি করে নিলে;
বলতে গেলে মান নিলে, দাম নিলে ।
আর আজ তুমি নিয়ন্তা সেই ঘড়ির,
কাঁটাগুলো তোমারই স্বকীয়তায় প্রশ্নবাণে
খেয়ালে বেখেয়ালে ছবি আঁকে ।
তুলে ধরা আঙ্গুলে আজ কেন দম্ভের অভাব
কেন আজ তোমার তেজে দিন ফিকে হয়না ??
কারন তুমি আজ আমি,
তবু চিৎকার করে, আমার ঘড়ি থেকে
একের পর এক কাঁটা চুরি করে নিলে;
বলতে গেলে মান নিলে, দাম নিলে ।
আর আজ তুমি নিয়ন্তা সেই ঘড়ির,
কাঁটাগুলো তোমারই স্বকীয়তায় প্রশ্নবাণে
খেয়ালে বেখেয়ালে ছবি আঁকে ।
তুলে ধরা আঙ্গুলে আজ কেন দম্ভের অভাব
কেন আজ তোমার তেজে দিন ফিকে হয়না ??
কারন তুমি আজ আমি,
আর কোথাও আমি আজ তুমি ।
বেঁচে থাকার তোমার দাবি আজ হাস্যকর,
অনৈতিক, অবৈধ... দাগ তবে তোমারই আস্তিনে;
আজ মূক হয়ে রওয়া তোমার প্রহসনের প্রতিবাদ
নিজেই চায় রাতের স্বাদ,
আজ তবে মন কোথায় পেলে,
কোথায় পেলে অনুভব, যে সেদিন খুঁজেছিলাম,
আজ বিবস্ত্র সাজে তোমার অহঙ্কার,
আসলে মৃত্যুবানী, তোমারই নিয়মে,
আঘাত যা দিয়েছিলে, হিসেব থাকে লেখা,
আজ তুমিও তার দ্বিতীয় পক্ষের উচ্ছিষ্ট-ভাগিকা...।।
বেঁচে থাকার তোমার দাবি আজ হাস্যকর,
অনৈতিক, অবৈধ... দাগ তবে তোমারই আস্তিনে;
আজ মূক হয়ে রওয়া তোমার প্রহসনের প্রতিবাদ
নিজেই চায় রাতের স্বাদ,
আজ তবে মন কোথায় পেলে,
কোথায় পেলে অনুভব, যে সেদিন খুঁজেছিলাম,
আজ বিবস্ত্র সাজে তোমার অহঙ্কার,
আসলে মৃত্যুবানী, তোমারই নিয়মে,
আঘাত যা দিয়েছিলে, হিসেব থাকে লেখা,
আজ তুমিও তার দ্বিতীয় পক্ষের উচ্ছিষ্ট-ভাগিকা...।।
Comments