বিভাগ খ
এত ক্ষুদ্র ছিল শব্দগুলো
তোমার বুকের অনুপাতে;
তাই ধরে রাখা যায়নি,
আর অবাস্তবের ফানুস বুনে
ছাদের কোণে দুজনের
হামাগুড়ি...।।
তোমার চোখে তাকানো হয়নি
উপহারের বাড়াবাড়ির
এত ক্ষুদ্র ছিল শব্দগুলো
তোমার বুকের অনুপাতে;
তাই ধরে রাখা যায়নি,
আর অবাস্তবের ফানুস বুনে
ছাদের কোণে দুজনের
হামাগুড়ি...।।
তোমার চোখে তাকানো হয়নি
উপহারের বাড়াবাড়ির
ছবি নেওয়া যায়নি,
তবু ছিলে, তবু ছিলাম,
কখনো কলমে, কখনো
কাকতালীয় শহুরে পথে
মিলতে হল, পালানোর শেষে ।
বয়েসে বেড়েছিলাম,
কথা গুলোর সাথে, আবেগ বৃদ্ধ
তাঁরই শুধু মৃত্যু হল,
আমি এলাম, দেওয়ালের এপারে,
অনেক হারিয়ে, অনেক নিচে,
তোমায় ছুঁতে আবার আমার
রাজা সাজার পালা,
তবে দৃশ্য ভুলে শেষ অঙ্কে
রাজার মরন ডাকে,
রাজকন্যার অহঙ্কারে
আজও রাজা কাঁদে,
তারই ছায়া রানীর বুকে
গোপন মন্ত্র লেখে।।
ভুল হিসেবের না সময়ের
কালের অজানা,
আমি নায়ক, নাহয় মরণের
আমার করে মালাবরণ,
আমার খোদাই করা কবিতা ভরে
ভাঙ্গা বেঞ্চখানা...।।
তবু ছিলে, তবু ছিলাম,
কখনো কলমে, কখনো
কাকতালীয় শহুরে পথে
মিলতে হল, পালানোর শেষে ।
বয়েসে বেড়েছিলাম,
কথা গুলোর সাথে, আবেগ বৃদ্ধ
তাঁরই শুধু মৃত্যু হল,
আমি এলাম, দেওয়ালের এপারে,
অনেক হারিয়ে, অনেক নিচে,
তোমায় ছুঁতে আবার আমার
রাজা সাজার পালা,
তবে দৃশ্য ভুলে শেষ অঙ্কে
রাজার মরন ডাকে,
রাজকন্যার অহঙ্কারে
আজও রাজা কাঁদে,
তারই ছায়া রানীর বুকে
গোপন মন্ত্র লেখে।।
ভুল হিসেবের না সময়ের
কালের অজানা,
আমি নায়ক, নাহয় মরণের
আমার করে মালাবরণ,
আমার খোদাই করা কবিতা ভরে
ভাঙ্গা বেঞ্চখানা...।।
Comments