আজি মধুরঘন তমসান্ন
রজনী মধ্যে তব অভিসারে,
হৃদ জাগি লাজে, আঁখিরও ভারে
নয়ান হেরি তোমা বিভাবরী সাজে...
মুক্ত অধর পরাধীন-কাঙ্খি
বক্ষ মাঝে কপোত দ্বয়ে,
গোপন নাহি রহি আর গৃহে
রসধারা উঠান ময়...।।
তৃষ্ণা মোর রসনার বোধ
জাগিছে তোমার স্বেদ-স্বাদে;
রজনী মধ্যে তব অভিসারে,
হৃদ জাগি লাজে, আঁখিরও ভারে
নয়ান হেরি তোমা বিভাবরী সাজে...
মুক্ত অধর পরাধীন-কাঙ্খি
বক্ষ মাঝে কপোত দ্বয়ে,
গোপন নাহি রহি আর গৃহে
রসধারা উঠান ময়...।।
তৃষ্ণা মোর রসনার বোধ
জাগিছে তোমার স্বেদ-স্বাদে;
আজি প্রেম শুরু কাঞ্ছনময় জঙ্ঘা পথে
থামি রথ প্রভাতসুরে,
-- শিথিল-বেণী সরণিতে...।।
থামি রথ প্রভাতসুরে,
-- শিথিল-বেণী সরণিতে...।।
Comments