সাদা সিঁড়ির দুধার বয়ে, অবিরত রক্তধারা,
আমার নিঃসঙ্গ ছুম্বন যন্ত্র খানি, পানীয় বিলাসে আত্মহারা ।
ছুরিকাঘাত কিম্বা জেনেশুনে আত্মহত্যা,
তবু কি মোছা যায় ? শোণিত-সোপান আজ অন্তঃসত্ত্বা ।
যৌন-দ্বারে জন্ম যার সে নগ্ন অভিশাপ সেজে,
বিভাজনি দেহময় আজ আমার খোঁজে,
পোষাকে স্থির তবু চঞ্চল স্পন্দনে;
বিভীষিকা তুমি, জড়ানো রাতের ঢাকা রোদনে ।
উপলব্ধি শুধু আমার দুহাত মাখা লাল রঙে
নগ্ন লাশে তোমার, আবির মাখান যত্নে,
আমার নিঃসঙ্গ ছুম্বন যন্ত্র খানি, পানীয় বিলাসে আত্মহারা ।
ছুরিকাঘাত কিম্বা জেনেশুনে আত্মহত্যা,
তবু কি মোছা যায় ? শোণিত-সোপান আজ অন্তঃসত্ত্বা ।
যৌন-দ্বারে জন্ম যার সে নগ্ন অভিশাপ সেজে,
বিভাজনি দেহময় আজ আমার খোঁজে,
পোষাকে স্থির তবু চঞ্চল স্পন্দনে;
বিভীষিকা তুমি, জড়ানো রাতের ঢাকা রোদনে ।
উপলব্ধি শুধু আমার দুহাত মাখা লাল রঙে
নগ্ন লাশে তোমার, আবির মাখান যত্নে,
তুমি নউ দিন, নউ রাত, তুমি কবরের দেওয়াল
মৃত সব যা ছিল জমানো,
তোমার রক্তিম স্তনদয়ে যার নাম আজও বেখেয়াল...।।
মৃত সব যা ছিল জমানো,
তোমার রক্তিম স্তনদয়ে যার নাম আজও বেখেয়াল...।।
Comments