একদিন যবে ছুঁয়েছিলাম ঠোঁটখানি বিকেলে
আমায় ফেলেছিলে মুছে, সযত্নের অবহেলে;
অবকাশে দাওনি আমার, বিচার খানির দিন,
আমি বোধহয় তোমারই মতন জেদের বশ-মীন ।
বছর করে পার, নয়ত ছিল দু চার,
আবার পথে তোমার ছায়ায়, আমার অত্যাচার,
আমি তবুও আজি শুখনো পাতে, নিরামিষের ব্যাঞ্জন
আজও দেওয়া হলনা তোমায়, ভালবাসার চুম্বন ।
তুমি ছিনেছ, চিনেছ, বোঝোনি কেবল আমায়,
আমি দায়ভারে শূন্য, আমি অধিকারে বর্জিত,
---- তবু রেখো তোমার মনের রেখায়, অনেক খানি ক্ষমায়...।।
আমায় ফেলেছিলে মুছে, সযত্নের অবহেলে;
অবকাশে দাওনি আমার, বিচার খানির দিন,
আমি বোধহয় তোমারই মতন জেদের বশ-মীন ।
বছর করে পার, নয়ত ছিল দু চার,
আবার পথে তোমার ছায়ায়, আমার অত্যাচার,
আমি তবুও আজি শুখনো পাতে, নিরামিষের ব্যাঞ্জন
আজও দেওয়া হলনা তোমায়, ভালবাসার চুম্বন ।
তুমি ছিনেছ, চিনেছ, বোঝোনি কেবল আমায়,
আমি দায়ভারে শূন্য, আমি অধিকারে বর্জিত,
---- তবু রেখো তোমার মনের রেখায়, অনেক খানি ক্ষমায়...।।
Comments