আবদ্ধ আবেগের প্রশ্রয় আজ বারোয়ারী,
যেখানে কলমের কালি ডাকেনি নাম আমার,
শুধু ভিড় আর ভিড়, তোমায় ছোঁয়ার মানুষের
আমি পড়ে থাকা ধর্ষিত প্রেম, রক্ত লাগা চাদর ।
আমি বিনামূল্যের ব্যাবসা, শুধু আবদারের অহম
তড়িৎ বর্জিত আমার বাহুতে, নিজের বিষে খগম ।
শুধু মার্জনার নিতান্ত অভ্যাসে, গৃহ-গামী পথ;
জ্ঞানেও অবুঝ তোমার ব্যাভিচারি দ্বৈরথ ।
আমার ক্লান্ত বুকে আমারই ক্ষমা অশ্রু হয়ে ঝরে
নীহারিকাও থমকে দাঁড়ায়,
তোমার মিথ্যে আবর্তের দায়ভারে...।।
যেখানে কলমের কালি ডাকেনি নাম আমার,
শুধু ভিড় আর ভিড়, তোমায় ছোঁয়ার মানুষের
আমি পড়ে থাকা ধর্ষিত প্রেম, রক্ত লাগা চাদর ।
আমি বিনামূল্যের ব্যাবসা, শুধু আবদারের অহম
তড়িৎ বর্জিত আমার বাহুতে, নিজের বিষে খগম ।
শুধু মার্জনার নিতান্ত অভ্যাসে, গৃহ-গামী পথ;
জ্ঞানেও অবুঝ তোমার ব্যাভিচারি দ্বৈরথ ।
আমার ক্লান্ত বুকে আমারই ক্ষমা অশ্রু হয়ে ঝরে
নীহারিকাও থমকে দাঁড়ায়,
তোমার মিথ্যে আবর্তের দায়ভারে...।।
Comments