যখনে ছিলেম যন্ত্র,
তুমি দিয়েছিলে ধ্বনি আমায়,
আজি যবে উঠি জাগি,
পলকেরও আন্দোলনে,
সেথা নাহি আর কেউ
একলা বড়ো বালুবেলাময় ঢেউ;
এপারে যেমন ছিল দুয়ার,
অপারেও সেই প্রতিচ্ছবি,
তুমি আজও ঠগি, আজও মৃত
আজও টানে তারা-
তুমি দিয়েছিলে ধ্বনি আমায়,
আজি যবে উঠি জাগি,
পলকেরও আন্দোলনে,
সেথা নাহি আর কেউ
একলা বড়ো বালুবেলাময় ঢেউ;
এপারে যেমন ছিল দুয়ার,
অপারেও সেই প্রতিচ্ছবি,
তুমি আজও ঠগি, আজও মৃত
আজও টানে তারা-
রাত শুধু আঁধার খানি টানে মোর ঘরে
তবু স্বচ্ছ সৎ সে অন্ধকারের রং,
সবার মাঝে সাদা হয়ে নাহি তো ফেরে...।।
তবু স্বচ্ছ সৎ সে অন্ধকারের রং,
সবার মাঝে সাদা হয়ে নাহি তো ফেরে...।।
Comments