By
Amaar Kobita
দহন কি শুধু আগুনেই হয় ??
অবহেলায়, প্রবঞ্চনায়, তোমার
প্রাত্যহিক বিষের যে পেয়ালা আমি পাই
তার জ্বালা যখন মনে করায়
তোমার নামের লোভ, আলোর লোভ
আর অন্ধকারে আমায় প্রত্যাখ্যান,
শুধু দিনের শেষে প্রয়োজনে
আমার আঙ্গুল গুলোর ব্যাথা দেখ
আর দিনের আলোয় অন্ধ তুমি
মনের ভেতর রং গুলোর
এলোমেলো কাটাকুটি খেলা
বিছানায় বাস্তবস্তার ক্যানভাস বানায়,
তাতে তুমি নিরাকার; শুধু চাই
রক্তের দাগে লাল পথে তোমার আরোহণ
আমি রই বা না রই, কেউ থাকে
হই-হুল্লরের বাক্সদানির ভেতর
আমায় তবু চাও,
আস্তিনের কালো দাগ ধুতে...।।
শুধু দিনের শেষে প্রয়োজনে
আমার আঙ্গুল গুলোর ব্যাথা দেখ
আর দিনের আলোয় অন্ধ তুমি
মনের ভেতর রং গুলোর
এলোমেলো কাটাকুটি খেলা
বিছানায় বাস্তবস্তার ক্যানভাস বানায়,
তাতে তুমি নিরাকার; শুধু চাই
রক্তের দাগে লাল পথে তোমার আরোহণ
আমি রই বা না রই, কেউ থাকে
হই-হুল্লরের বাক্সদানির ভেতর
আমায় তবু চাও,
আস্তিনের কালো দাগ ধুতে...।।
- Get link
- X
- Other Apps
Comments