By
Amaar Kobita
মধ্যবর্তী আকাশের বিশাল শূন্যতা যখন
অজগরের মতো গ্রাস-বিশ্বাসী,
তখন বিলম্ব হয় আমার পুনরধিকৃত
যুদ্ধক্ষেত্রের স্নান ।
বালুঝরের কলহ-ধ্বনি, শুধু রোদখানি
লুকাতে পারে আলোর মায়ায় গিলতে;
তবু উঠতে থাকে, নিষ্প্রাণ লাশ গুলো
জমি ফুঁড়ে, নিজ মুণ্ড সহস্তে ধারণে,
দামামা ক্রোধের আজ অপরিসীম
সেখানে তুচ্ছ বালিঘরির নিরন্তর পায়চারি,
রক্ত যদি না হতে লাল তবে অজাত বলে ডাক
যারা লিখছে বিধান আজও, তাদের
পাতকুয়ার জল ফুরায়, একে একে আরও দীর্ঘ
মরণের ঝাঁপ -
তোমার বুকে শ্রেষ্ঠ ষড়যন্ত্র হয়ে দাঁড়ায়...।।
- অরিজিৎ নন্দী ( ১লা সেপ্টেম্বর, ২০১২)
তবু উঠতে থাকে, নিষ্প্রাণ লাশ গুলো
জমি ফুঁড়ে, নিজ মুণ্ড সহস্তে ধারণে,
দামামা ক্রোধের আজ অপরিসীম
সেখানে তুচ্ছ বালিঘরির নিরন্তর পায়চারি,
রক্ত যদি না হতে লাল তবে অজাত বলে ডাক
যারা লিখছে বিধান আজও, তাদের
পাতকুয়ার জল ফুরায়, একে একে আরও দীর্ঘ
মরণের ঝাঁপ -
তোমার বুকে শ্রেষ্ঠ ষড়যন্ত্র হয়ে দাঁড়ায়...।।
- অরিজিৎ নন্দী ( ১লা সেপ্টেম্বর, ২০১২)
- Get link
- X
- Other Apps
Comments