By
Amaar Kobita
তোর ঠোঁটে তোর ঘামে,
তোর বুকের আলতো আরামে,
তোর ছবির আনাগোনা,
একী রাখলি তুই ব্যারামে...
আমার সবই সর্বনাশ,
তাই লাগে তোর শ্বাস ।
আয় ছুঁয়ে দি তোকে
এক মুঠো বিশ্বাস...
আমাকে ডেকে নিস তোর কালো ঘরে,
যেখানে ঘুম এসে চোখে ভিজে ধরে;
আজও সেখানে খুঁজি তোর লেখা নাম ---
দরজা ভেঙ্গে আসে কিছু বদনাম...
তবুও আসেনা রঙিন জল-ফরিং,
বোকা মনে খোঁজ তোর দেহহীন...।।
আয় ছুঁয়ে দি তোকে
এক মুঠো বিশ্বাস...
আমাকে ডেকে নিস তোর কালো ঘরে,
যেখানে ঘুম এসে চোখে ভিজে ধরে;
আজও সেখানে খুঁজি তোর লেখা নাম ---
দরজা ভেঙ্গে আসে কিছু বদনাম...
তবুও আসেনা রঙিন জল-ফরিং,
বোকা মনে খোঁজ তোর দেহহীন...।।
- Get link
- X
- Other Apps
Comments