By
Amaar Kobita
যদি বলতে তুমি তোমার আগুন এতই ছিল নিষ্প্রাণ, তবে জ্বলতেম না, বরং সেখানে প্রতিষেধকের মন্ত্রোচ্চারণে তোমার গুচ্ছ অভিমান গুলো কুড়িয়ে এনে, ছাইদানিতে সাজাতাম । কখনো রাত হলে তোমার অশরীরীর প্রবল আর্তনাদে একে একে সে ছাই গুলে, রক্তে মেশাতাম । মরণের স্বাভিমান তখন ক্ষতর দম্ভও আত্মসাৎ করে নিত । আমার মুক্তি যে থমকে গেল তোমার অভিনয়ে...।।
- Get link
- X
- Other Apps
Comments