Skip to main content

Posts

Showing posts from August, 2012

উচ্ছিষ্ট-ভাগিকা ...... ৬ই অগাস্ট, ২০১২

ওটা আমার দাগ ছিলনা, তবু চিৎকার করে, আমার ঘড়ি থেকে একের পর এক কাঁটা চুরি করে নিলে; বলতে গেলে মান নিলে, দাম নিলে । আর আজ তুমি নিয়ন্তা সেই ঘড়ির, কাঁটাগুলো তোমারই স্বকীয়তায় প্রশ্নবাণে খেয়ালে বেখেয়ালে ছবি আঁকে । তুলে ধরা আঙ্গুলে আজ কেন দম্ভের অভাব কেন আজ তোমার তেজে দিন ফিকে হয়না ?? কারন তুমি আজ আমি, আর কোথাও আমি আজ তুমি । বেঁচে থাকার তোমার দাবি আজ হাস্যকর, অনৈতিক, অবৈধ... দাগ তবে তোমারই আস্তিনে; আজ মূক হয়ে রওয়া তোমার প্রহসনের প্রতিবাদ নিজেই চায় রাতের স্বাদ, আজ তবে মন কোথায় পেলে, কোথায় পেলে অনুভব, যে সেদিন খুঁজেছিলাম, আজ বিবস্ত্র সাজে তোমার অহঙ্কার, আসলে মৃত্যুবানী, তোমারই নিয়মে, আঘাত যা দিয়েছিলে, হিসেব থাকে লেখা, আজ তুমিও তার দ্বিতীয় পক্ষের উচ্ছিষ্ট-ভাগিকা...।।

বিভাগ খ - ৩রা অগাস্ট, ২০১২

বিভাগ খ এত ক্ষুদ্র ছিল শব্দগুলো তোমার বুকের অনুপাতে; তাই ধরে রাখা যায়নি, আর অবাস্তবের ফানুস বুনে ছাদের কোণে দুজনের হামাগুড়ি...।। তোমার চোখে তাকানো হয়নি উপহারের বাড়াবাড়ির ছবি নেওয়া যায়নি, তবু ছিলে, তবু ছিলাম, কখনো কলমে, কখনো কাকতালীয় শহুরে পথে মিলতে হল, পালানোর শেষে । বয়েসে বেড়েছিলাম, কথা গুলোর সাথে, আবেগ বৃদ্ধ তাঁরই শুধু মৃত্যু হল, আমি এলাম, দেওয়ালের এপারে, অনেক হারিয়ে, অনেক নিচে, তোমায় ছুঁতে আবার আমার রাজা সাজার পালা, তবে দৃশ্য ভুলে শেষ অঙ্কে রাজার মরন ডাকে, রাজকন্যার অহঙ্কারে আজও রাজা কাঁদে, তারই ছায়া রানীর বুকে গোপন মন্ত্র লেখে।। ভুল হিসেবের না সময়ের কালের অজানা, আমি নায়ক, নাহয় মরণের আমার করে মালাবরণ, আমার খোদাই করা কবিতা ভরে ভাঙ্গা বেঞ্চখানা...।।

৩০ শে জুলাই, ২০১২

আজি মধুরঘন তমসান্ন রজনী মধ্যে তব অভিসারে, হৃদ জাগি লাজে, আঁখিরও ভারে নয়ান হেরি তোমা বিভাবরী সাজে... মুক্ত অধর পরাধীন-কাঙ্খি বক্ষ মাঝে কপোত দ্বয়ে, গোপন নাহি রহি আর গৃহে রসধারা উঠান ময়...।। তৃষ্ণা মোর রসনার বোধ জাগিছে তোমার স্বেদ-স্বাদে; আজি প্রেম শুরু কাঞ্ছনময় জঙ্ঘা পথে থামি রথ প্রভাতসুরে, -- শিথিল-বেণী সরণিতে...।।

তবু মনে রেখো - ২৯ শে জুলাই, ২০১২

একদিন যবে ছুঁয়েছিলাম ঠোঁটখানি বিকেলে আমায় ফেলেছিলে মুছে, সযত্নের অবহেলে; অবকাশে দাওনি আমার, বিচার খানির দিন, আমি বোধহয় তোমারই মতন জেদের বশ-মীন । বছর করে পার, নয়ত ছিল দু চার, আবার পথে তোমার ছায়ায়, আমার অত্যাচার, আমি তবুও আজি শুখনো পাতে, নিরামিষের ব্যাঞ্জন আজও দেওয়া হলনা তোমায়, ভালবাসার চুম্বন । তুমি ছিনেছ, চিনেছ, বোঝোনি কেবল আমায়, আমি দায়ভারে শূন্য, আমি অধিকারে বর্জিত, ---- তবু রেখো তোমার মনের রেখায়, অনেক খানি ক্ষমায়...।।

বারোয়ারী - ২৭ শে জুলাই, ২০১২

আবদ্ধ আবেগের প্রশ্রয় আজ বারোয়ারী, যেখানে কলমের কালি ডাকেনি নাম আমার, শুধু ভিড় আর ভিড়, তোমায় ছোঁয়ার মানুষের আমি পড়ে থাকা ধর্ষিত প্রেম, রক্ত লাগা চাদর । আমি বিনামূল্যের ব্যাবসা, শুধু আবদারের অহম তড়িৎ বর্জিত আমার বাহুতে, নিজের বিষে খগম । শুধু মার্জনার নিতান্ত অভ্যাসে, গৃহ-গামী পথ; জ্ঞানেও অবুঝ তোমার ব্যাভিচারি দ্বৈরথ । আমার ক্লান্ত বুকে আমারই ক্ষমা অশ্রু হয়ে ঝরে নীহারিকাও থমকে দাঁড়ায়, তোমার মিথ্যে আবর্তের দায়ভারে...।।

যন্ত্র ধ্বনি -- ২৫ শে জুলাই, ২০১২

যখনে ছিলেম যন্ত্র, তুমি দিয়েছিলে ধ্বনি আমায়, আজি যবে উঠি জাগি, পলকেরও আন্দোলনে, সেথা নাহি আর কেউ একলা বড়ো বালুবেলাময় ঢেউ; এপারে যেমন ছিল দুয়ার, অপারেও সেই প্রতিচ্ছবি, তুমি আজও ঠগি, আজও মৃত আজও টানে তারা- রাত শুধু আঁধার খানি টানে মোর ঘরে তবু স্বচ্ছ সৎ সে অন্ধকারের রং, সবার মাঝে সাদা হয়ে নাহি তো ফেরে...।।

২৩ শে জুন, ২০১২

সাদা সিঁড়ির দুধার বয়ে, অবিরত রক্তধারা, আমার নিঃসঙ্গ ছুম্বন যন্ত্র খানি, পানীয় বিলাসে আত্মহারা । ছুরিকাঘাত কিম্বা জেনেশুনে আত্মহত্যা, তবু কি মোছা যায় ? শোণিত-সোপান আজ অন্তঃসত্ত্বা । যৌন-দ্বারে জন্ম যার সে নগ্ন অভিশাপ সেজে, বিভাজনি দেহময় আজ আমার খোঁজে, পোষাকে স্থির তবু চঞ্চল স্পন্দনে; বিভীষিকা তুমি, জড়ানো রাতের ঢাকা রোদনে । উপলব্ধি শুধু আমার দুহাত মাখা লাল রঙে নগ্ন লাশে তোমার, আবির মাখান যত্নে, তুমি নউ দিন, নউ রাত, তুমি কবরের দেওয়াল মৃত সব যা ছিল জমানো, তোমার রক্তিম স্তনদয়ে যার নাম আজও বেখেয়াল...।।