আমি স্বচ্ছ তাই আমার দাগগুলো দৃশ্যমান,
আর তুমি অস্বচ্ছ, তাই অপারগ তোমার ব্যাভিচারিতায়,
সেথা প্রতিবাদ হতে পারিনি কভু, দায়ভার যন্ত্রণায়
শিকার হয়েছি আত্মগ্লানির মাঝে, ঢের বেশি লাঞ্ছনায়...।।
তুমি জুক্তি-তক্কের মাঝে বিচার কর তাদের, যারা নক্ষত্র,
কখনো ফিরে দাওনি করুণা, আমরা যারা আঁধারে...।।
যা কিছু কটু, কু বলে সমাজ, আমি মৃত হলেও সেথা,
আর যা কিছু সঠিক, অমলিন, তোমারই হাজার সুতোয় গাঁথা...।।
তোমার উচ্ছ্বাসে তুমি অন্ধ, ন্যায়দণ্ড তোমার পক্ষপাত,
শুধু দোষের ভেলা ভাসায় আমারি সুতো গুলো ----
পোশাকের আড়ালে সম্পর্কের দাগ, এ তোমার ভালোই আঘাত...।। —
আর তুমি অস্বচ্ছ, তাই অপারগ তোমার ব্যাভিচারিতায়,
সেথা প্রতিবাদ হতে পারিনি কভু, দায়ভার যন্ত্রণায়
শিকার হয়েছি আত্মগ্লানির মাঝে, ঢের বেশি লাঞ্ছনায়...।।
তুমি জুক্তি-তক্কের মাঝে বিচার কর তাদের, যারা নক্ষত্র,
কখনো ফিরে দাওনি করুণা, আমরা যারা আঁধারে...।।
যা কিছু কটু, কু বলে সমাজ, আমি মৃত হলেও সেথা,
আর যা কিছু সঠিক, অমলিন, তোমারই হাজার সুতোয় গাঁথা...।।
তোমার উচ্ছ্বাসে তুমি অন্ধ, ন্যায়দণ্ড তোমার পক্ষপাত,
শুধু দোষের ভেলা ভাসায় আমারি সুতো গুলো ----
পোশাকের আড়ালে সম্পর্কের দাগ, এ তোমার ভালোই আঘাত...।। —
- অরিজিৎ নন্দী ( ১লা জুন, ২০১২)
Comments