চোরাবালি, আমি নিঠুর তুমি ক্যানে নও,
একুল অকুল যাইবা যবে বাইয়া দিও নাও,
ডিঙা খানি ছোট মোর, দাঁড় খাইন অসার;
আমার মেইঘে বসাস নারে ধূসরের পসার --
"তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।"
মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে, প্রাণটা দিলাম মুই বেঘোরে
তবু মোরে কইলিনা তুই, ক্যামনে বাইনু দাঁড়,
আমার ছোট্ট রাজার হাল্লা খানি, নীল মড়কে মরে;
মাপখানি আর বুঝলিনা রে, বুকে নিয়ে ভার --
"তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।".........
একুল অকুল যাইবা যবে বাইয়া দিও নাও,
ডিঙা খানি ছোট মোর, দাঁড় খাইন অসার;
আমার মেইঘে বসাস নারে ধূসরের পসার --
"তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।"
মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে, প্রাণটা দিলাম মুই বেঘোরে
তবু মোরে কইলিনা তুই, ক্যামনে বাইনু দাঁড়,
আমার ছোট্ট রাজার হাল্লা খানি, নীল মড়কে মরে;
মাপখানি আর বুঝলিনা রে, বুকে নিয়ে ভার --
"তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।".........
- অরিজিৎ নন্দী ( ৭ই জুন, ২০১২)
Comments