আমার বিভাজীয় তত্ত্ব খানি আজ দাবী নাহি চায়,
সে কেবলি মৃত্যু হয়ে ফিরে, তোমারই পন্থায়...
রোমহর্ষক অন্ধকারের প্রতিফলনে, দুমুঠো খাবার খুঁজে
যারা ভালোবাসার বিলাসিতা কোমরে বাঁধে,
আমি তাদের অন্তরদ্বন্দ, তোমার কাছে অভিশাপ ;
আমিও হতে পারি শৈশব , শুধু যৌনাঙ্গ ভুলে,
কখন ইচ্ছে হয় বিষ ছড়িয়ে ফেলি.........
------- তোমাদের করোটি খুলে...।।
সে কেবলি মৃত্যু হয়ে ফিরে, তোমারই পন্থায়...
রোমহর্ষক অন্ধকারের প্রতিফলনে, দুমুঠো খাবার খুঁজে
যারা ভালোবাসার বিলাসিতা কোমরে বাঁধে,
আমি তাদের অন্তরদ্বন্দ, তোমার কাছে অভিশাপ ;
আমিও হতে পারি শৈশব , শুধু যৌনাঙ্গ ভুলে,
কখন ইচ্ছে হয় বিষ ছড়িয়ে ফেলি.........
------- তোমাদের করোটি খুলে...।।
- অরিজিৎ নন্দী ( ২৪ শে মে, ২০১২)
Comments