দাগের প্রধান উপাদানের আবির্ভাবও
কখনো কখনো রঙের ভুলে ফিকে হয়,
আর অযাচিত প্রশ্ন তার পাথেয় শেষে
কিছু জবাব ভিক্ষে চায়, যেখানে
জেনে বুঝেও অবুঝের অভিনয়
হাততালির পসরা সাজায়, আগমনে
আরেকটি রঙের ভুলের...।।
নামের বানানে কিছু ব্যাবধান,
তবু সন্ধ্যে নামে আলো ঢেকে,
জরায়ু কাঁদে বুদ্ধি খুঁজে, অপবাদ
শুধু আসে প্রলয়ের আকার মুড়ে,
শূন্য মুঠোয় তবু সুতো বাঁধা, কিছু
ফিকে হওয়া রঙের ভুল স্মৃতি নিয়ে,
তবু জন্ম নেবে, আকর, কষ্টিপাথরের নিয়তে
আর রঙ লাল হবে, মৃত আমার ভ্রুন সারিতে......।।
-- Arijit Nandi, 4th june, 2012
কখনো কখনো রঙের ভুলে ফিকে হয়,
আর অযাচিত প্রশ্ন তার পাথেয় শেষে
কিছু জবাব ভিক্ষে চায়, যেখানে
জেনে বুঝেও অবুঝের অভিনয়
হাততালির পসরা সাজায়, আগমনে
আরেকটি রঙের ভুলের...।।
নামের বানানে কিছু ব্যাবধান,
তবু সন্ধ্যে নামে আলো ঢেকে,
জরায়ু কাঁদে বুদ্ধি খুঁজে, অপবাদ
শুধু আসে প্রলয়ের আকার মুড়ে,
শূন্য মুঠোয় তবু সুতো বাঁধা, কিছু
ফিকে হওয়া রঙের ভুল স্মৃতি নিয়ে,
তবু জন্ম নেবে, আকর, কষ্টিপাথরের নিয়তে
আর রঙ লাল হবে, মৃত আমার ভ্রুন সারিতে......।।
-- Arijit Nandi, 4th june, 2012
Comments