চাদরে ঢাকা কান্নার মাঝে
আমার বিজ্ঞাপনী নাম যখন,
আমার পরিচয়ে আকৃষ্ট হয়ে
তোমায় খোঁজে ---
কেন চিরকাল সে পায় তোমায়
নিওন আলো মাখানো পিচের
পথের, আর গভীরে
ধূসর সাজে......।।
আমার বিজ্ঞাপনী নাম যখন,
আমার পরিচয়ে আকৃষ্ট হয়ে
তোমায় খোঁজে ---
কেন চিরকাল সে পায় তোমায়
নিওন আলো মাখানো পিচের
পথের, আর গভীরে
ধূসর সাজে......।।
Comments