বারংবার বিড়ম্বনায় বেঁধেছি,
আশ্বিনের বিকেলে তোমায় ছুঁতে চেয়ে,
তবে ঘামের গন্ধে সেদিনের তুমি
হাজারো রাত জাগা কল্পনার খতিয়ান বয়ে
পথ করে দিলে সংকীর্ণ,
প্রতিশোধ, কেবলই বিষ, শুধু আধার ছিল ঠোঁট...।।
আশ্বিনের বিকেলে তোমায় ছুঁতে চেয়ে,
তবে ঘামের গন্ধে সেদিনের তুমি
হাজারো রাত জাগা কল্পনার খতিয়ান বয়ে
পথ করে দিলে সংকীর্ণ,
প্রতিশোধ, কেবলই বিষ, শুধু আধার ছিল ঠোঁট...।।
Comments