দিক্ষান্তরের ধুন্ধুমার ধাবন,
ওষ্ঠাগত প্রান, তার নিখোঁজ অস্ত্র;
নির্বোধের জয়যাত্রা শুনতে,
ফিরে চলে অন্ধকারে আলোয়ান,
তবু হয়নি ক্ষান্ত,
আরও ঘন বাদলের নিনাদ,
তুমি যুদ্ধ জানো?
নাহলে সওয়ার হয়না;
দিনের শেষে হয়তোবা
নিয়ম মেনে রাত আসে,
বুঝলে চোখ, আমার ভয়
আমারে ঘিরে জানান দেয়
কেমন করে দেহ ছাইভস্মে মেশে...।।
ওষ্ঠাগত প্রান, তার নিখোঁজ অস্ত্র;
নির্বোধের জয়যাত্রা শুনতে,
ফিরে চলে অন্ধকারে আলোয়ান,
তবু হয়নি ক্ষান্ত,
আরও ঘন বাদলের নিনাদ,
তুমি যুদ্ধ জানো?
নাহলে সওয়ার হয়না;
দিনের শেষে হয়তোবা
নিয়ম মেনে রাত আসে,
বুঝলে চোখ, আমার ভয়
আমারে ঘিরে জানান দেয়
কেমন করে দেহ ছাইভস্মে মেশে...।।
Comments