আজ রঙ বিহীন ওই, আমার দূর আকাশ,
সেথায় যেন নেই, রোদের অবকাশ;
হাত দুই বাড়িয়ে, সেই কোন খানে ডাকো,
আসতে পারো তুমিও, বন্ধ নয় দরজা তো...।
তবু এলেনা... কিছু কথা বলে যেতে
থেমে যাওয়া দৃশ্য গুলোর, জলছবি আঁকতে,
আমার শেষ শব্দ গুলো, শেষ বারে বলি,
আসতে পারতে তুমিও, বন্ধ দরজা, এবার চলি...।।
সেথায় যেন নেই, রোদের অবকাশ;
হাত দুই বাড়িয়ে, সেই কোন খানে ডাকো,
আসতে পারো তুমিও, বন্ধ নয় দরজা তো...।
তবু এলেনা... কিছু কথা বলে যেতে
থেমে যাওয়া দৃশ্য গুলোর, জলছবি আঁকতে,
আমার শেষ শব্দ গুলো, শেষ বারে বলি,
আসতে পারতে তুমিও, বন্ধ দরজা, এবার চলি...।।
Comments