পোড়া চাঁদ মুখ ফেরাসনা,
আজ তোর ছাই মাখব বলে
আলোকবর্ষ দূর থেকে
আমার মৃতদেহ এনেছি বয়ে,
আমার পুড়ে যাওয়া আবেগখানি
তুই উড়িয়ে দে মহাকাশে;
আমি জন্মে যদি যাই আবার
-- ব্রম্ভান্ডের নতুন দিনের অবকাশে...।।
আজ তোর ছাই মাখব বলে
আলোকবর্ষ দূর থেকে
আমার মৃতদেহ এনেছি বয়ে,
আমার পুড়ে যাওয়া আবেগখানি
তুই উড়িয়ে দে মহাকাশে;
আমি জন্মে যদি যাই আবার
-- ব্রম্ভান্ডের নতুন দিনের অবকাশে...।।
Comments