পাষাণরুপী মনের কাছে চাও আদি-রস,
আমি যে আজও তোমার স্পর্শে বিবশ,
আমার মেঘ ঢাকা খামখেয়ালী
কখনও রোদ ভেবে ডাকে তোমায়;
যেখানে যুগান্তরের ঘড়ি চেয়ে
সময় গুনতে হয়।
আমি যে আজও তোমার স্পর্শে বিবশ,
আমার মেঘ ঢাকা খামখেয়ালী
কখনও রোদ ভেবে ডাকে তোমায়;
যেখানে যুগান্তরের ঘড়ি চেয়ে
সময় গুনতে হয়।
Comments