আমি 'রবিবাসর' হয়ে সকালে তোমার
আধ পেয়ালা চায়ের মেজাজ,
কখনও ধুলোর ফাঁকে তোমার অগোছালো চুলের
আমি ভেঙে ওঠা ঘুম।
শুধু ভাঁজে তোমার কোমরে আমার বেনিয়ম ঠোঁট,
আমার আলতো রাখা হাতে তোমার মাথা যেন
আমার নির্লজ্জ হৃদয়ের বেহিসেব আলিঙ্গন...।।
আধ পেয়ালা চায়ের মেজাজ,
কখনও ধুলোর ফাঁকে তোমার অগোছালো চুলের
আমি ভেঙে ওঠা ঘুম।
শুধু ভাঁজে তোমার কোমরে আমার বেনিয়ম ঠোঁট,
আমার আলতো রাখা হাতে তোমার মাথা যেন
আমার নির্লজ্জ হৃদয়ের বেহিসেব আলিঙ্গন...।।
Comments