যত আঁকড়ে ধরে করেছি আবেদন,
ততই কেবল অনুসন্ধান আরও আরও নিখোঁজ,
শাখাপ্রশাখারাও খুঁজে বেড়ায়
অন্তিমের শীত-সন্ধ্যা...।
আমার কালজয়ী নাম নেই তাই,
আমার বিষে মরন হয়না, তবু
মরন আমায় বুকে টানে,
আসীন করে, স্বৈরাচারের "সাদা" ঘরে...।
কথা জমে থাকে, মুক বধির আবেগ কেবল
চলন্ত নাভিশ্বাসের দীনতারও আসে
ততই কেবল অনুসন্ধান আরও আরও নিখোঁজ,
শাখাপ্রশাখারাও খুঁজে বেড়ায়
অন্তিমের শীত-সন্ধ্যা...।
আমার কালজয়ী নাম নেই তাই,
আমার বিষে মরন হয়না, তবু
মরন আমায় বুকে টানে,
আসীন করে, স্বৈরাচারের "সাদা" ঘরে...।
কথা জমে থাকে, মুক বধির আবেগ কেবল
চলন্ত নাভিশ্বাসের দীনতারও আসে
আহ্বানের সজাগ নির্দেশ;
-- সুধু দিনের আলো বদলে আমি
রাত চেয়েছি বলে,
আমার সবই রূপকথা -- তরবারি হাতে, "নিরুদ্দেশ"...।।
-- সুধু দিনের আলো বদলে আমি
রাত চেয়েছি বলে,
আমার সবই রূপকথা -- তরবারি হাতে, "নিরুদ্দেশ"...।।
Comments