ক্ষমাহীন রাত্রিগুলোর আমি দাবীদার হীন বেওয়ারিশ,
চাঁদের চাদরে আমার রক্তের দাগ যখন
আজ কবিতা হয়ে তোমাকেই খোঁজে;
পিছুটানে হেরে যাওয়া খেলা গুলোর আমি মহিরথ
নিয়ত নিহন্তে ব্যাস্ত তোমার ফেলে যাওয়া
আমার ঠোঁটে চিহ্ন খানি,
সেই রাতের গোপনে যা ছিল উপহার তোমারই।
চাঁদের চাদরে আমার রক্তের দাগ যখন
আজ কবিতা হয়ে তোমাকেই খোঁজে;
পিছুটানে হেরে যাওয়া খেলা গুলোর আমি মহিরথ
নিয়ত নিহন্তে ব্যাস্ত তোমার ফেলে যাওয়া
আমার ঠোঁটে চিহ্ন খানি,
সেই রাতের গোপনে যা ছিল উপহার তোমারই।
Comments