দেওয়ালের নোনাগুলো খুঁটে খেতে খেতে মনে হল,
যেন শৈশবের উদাসীনতা গুলো, যা ঢাকা ছিল ছলনাহীন
শিশু অভিনয়ের নিখুঁত নাট্য দৃশ্যে;
আজ সেগুলোর সত্যি চিনির অভাব,
আর তাই, একলা থেকে একলা হয়ে চলেছে
যেমন ফেলে যাওয়া ঢেউয়ের পরে বালির চাদর
তেমনি আমিও কথাও উদ্ভ্রান্ততাকে অস্বীকার করার
জেহাদ বুনে চলেছি, হাজার হাজার নগ্ন বুকে,
যৌনতাকে যুক্তি-দানের খেলায়...।।
তেমনি আমিও কথাও উদ্ভ্রান্ততাকে অস্বীকার করার
জেহাদ বুনে চলেছি, হাজার হাজার নগ্ন বুকে,
যৌনতাকে যুক্তি-দানের খেলায়...।।
- Get link
- X
- Other Apps
Comments