তোমার অন্তিমে জন্মেছিলো যা শব্দ-কিছু,
আমার গহন অনুরাগের পথ সীমানার বাইরে;
আমি বিহঙ্গ-বিহীন কিছু জমা অভিমান বয়ে
আমারই লিখেছি আরেক যবনিকা কাব্য;
সেথায় আমার মান আমারই দায়, আমার পরাজয়,
আজি তোমার সুর বেঁধে যা কিছু গাইছি দেখ চেয়ে,
কিছু কুড়িয়ে রাখা টুকরো কান্না,
আমার দাবানলের ক্ষমার পানে চেয়ে......।।
- Get link
- X
- Other Apps
Comments