কেন আজও ভিজে চোখে খুঁজতে হয় তোমায়
কবরে বন্দী দিনগুলোর আলো ঢাকা পাতায়,
কেন আজও আমার রক্ত আমি পান করে চলি
তোমায় আমার সাদা দেহ উপহারের আশায়...
গলির ভেতর যত বেড়েছে ধোঁয়া, ধাধিয়েছি
হাতড়ে যখন পেলাম তোমার ফেলে যাওয়া
শুধু অশরীরী স্মৃতি গুচ্ছের বেয়ারা আবদার,
আমার কফিনে বেড়েছে তত মৃতের দাবিদার......।।
হাতড়ে যখন পেলাম তোমার ফেলে যাওয়া
শুধু অশরীরী স্মৃতি গুচ্ছের বেয়ারা আবদার,
আমার কফিনে বেড়েছে তত মৃতের দাবিদার......।।
- Get link
- X
- Other Apps
Comments