Skip to main content

Posts

Showing posts from September, 2012

বেমানান স্বরবর্ণ...... ১৩-১৪ই সেপ্টেম্বর, ২০১২

বেমানান স্বরবর্ণ...... আমি যখন শরীরের ধমনী গুলোর মাঝে রক্ত ভরেছিলাম, রোদ কুড়িয়ে কুড়িয়ে তোমার জামার পকেটে জমাচ্ছিলাম, তারপর যখন বোধের গর্ভে জন্ম নিতে নিতে তোমার সেই যে অপেক্ষা করেছিলাম, তুমি এলেনা, একবার বলেও গেলেনা যে কেন হয় তোমার দ্বিধা, কেন হয় তোমার সন্দিহান চোখ জোড়ায় লাল রং... রোদ গুলো না জমিয়ে তখন আলো ফেলতাম পথে; আমি বোকার মত দাঁড়িয়েছিলাম, জলের শামুক গুলো যেদিন শিশি ভরে এলো ফেলতে গিয়ে পারিনি, হিংসে হল, ওরা যে সকলেই তোমার আঙুলের আদর পেয়েছে, আমি একা কেবল কামুকিনি, তোমার স্বপ্ন বুনেও সুতো বাঁধি আর খুলি । এসো না আর, তোমার মনের জামাটা এবার খুলে ফেল, ওটা আমার মাপের নয়; আমি যুক্তাক্ষরের ঘরে বেমানান স্বরবর্ণ সাজব কি করে ? কই জানতে তো চাওনি, মুখের রং গুলো শেষ কি না? আজ রক্ত যদি সাদা হয়ে যায়, তুমি ভাব কেন? তুমি তো মনের পড়ত পেরোতে পেরোতে অভিযাত্রী সেজে সেদিন সিঁধ কাটলে, আজও আমায় শেষ করে দিলে। আমার রং চাওয়ার দোষ ছিল, মেনে নিতে পারতে, আমার আকাশ ধূসর করে, তুমি আমার জাগরণের অকারণ প্রদীপ হলে, বারণ করেছিলাম, শোনো নি, জেদ ধরেছিলে, অকারণ আমার নামের সাথে নেশা মেখেছিলে...

শ্রেষ্ঠ ষড়যন্ত্র -- ১লা সেপ্টেম্বর, ২০১২

মধ্যবর্তী আকাশের বিশাল শূন্যতা যখন অজগরের মতো গ্রাস-বিশ্বাসী, তখন বিলম্ব হয় আমার পুনরধিকৃত যুদ্ধক্ষেত্রের স্নান । বালুঝরের কলহ-ধ্বনি, শুধু রোদখানি লুকাতে পারে আলোর মায়ায় গিলতে; তবু উঠতে থাকে, নিষ্প্রাণ লাশ গুলো জমি ফুঁড়ে, নিজ মুণ্ড সহস্তে ধারণে, দামামা ক্রোধের আজ অপরিসীম সেখানে তুচ্ছ বালিঘরির নিরন্তর পায়চারি, রক্ত যদি না হতে লাল তবে অজাত বলে ডাক যারা লিখছে বিধান আজও, তাদের পাতকুয়ার জল ফুরায়, একে একে আরও দীর্ঘ মরণের ঝাঁপ - তোমার বুকে শ্রেষ্ঠ ষড়যন্ত্র হয়ে দাঁড়ায়...।। - অরিজিৎ নন্দী ( ১লা সেপ্টেম্বর, ২০১২)

29th August, 2012

যদি বলতে তুমি তোমার আগুন এতই ছিল নিষ্প্রাণ, তবে জ্বলতেম না, বরং সেখানে প্রতিষেধকের মন্ত্রোচ্চারণে তোমার গুচ্ছ অভিমান গুলো কুড়িয়ে এনে, ছাইদানিতে সাজাতাম । কখনো রাত হলে তোমার অশরীরীর প্রবল আর্তনাদে একে একে সে ছাই গুলে, রক্তে মেশাতাম । মরণের স্বাভিমান তখন ক্ষতর দম্ভও আত্মসাৎ করে নিত । আমার মুক্তি যে থমকে গেল তোমার অভিনয়ে...।।

দহন -- ১৩ই অগাস্ট, ২০১২

দহন কি শুধু আগুনেই হয় ?? অবহেলায়, প্রবঞ্চনায়, তোমার প্রাত্যহিক বিষের যে পেয়ালা আমি পাই তার জ্বালা যখন মনে করায় তোমার নামের লোভ, আলোর লোভ আর অন্ধকারে আমায় প্রত্যাখ্যান, শুধু দিনের শেষে প্রয়োজনে আমার আঙ্গুল গুলোর ব্যাথা দেখ আর দিনের আলোয় অন্ধ তুমি মনের ভেতর রং গুলোর এলোমেলো কাটাকুটি খেলা বিছানায় বাস্তবস্তার ক্যানভাস বানায়, তাতে তুমি নিরাকার; শুধু চাই রক্তের দাগে লাল পথে তোমার আরোহণ আমি রই বা না রই, কেউ থাকে হই-হুল্লরের বাক্সদানির ভেতর আমায় তবু চাও, আস্তিনের কালো দাগ ধুতে...।।

ব্যারাম -- ১২ই অগাস্ট, ২০১২

তোর ঠোঁটে তোর ঘামে, তোর বুকের আলতো আরামে, তোর ছবির আনাগোনা, একী রাখলি তুই ব্যারামে... আমার সবই সর্বনাশ, তাই লাগে তোর শ্বাস । আয় ছুঁয়ে দি তোকে এক মুঠো বিশ্বাস... আমাকে ডেকে নিস তোর কালো ঘরে, যেখানে ঘুম এসে চোখে ভিজে ধরে; আজও সেখানে খুঁজি তোর লেখা নাম --- দরজা ভেঙ্গে আসে কিছু বদনাম... তবুও আসেনা রঙিন জল-ফরিং, বোকা মনে খোঁজ তোর দেহহীন...।।