এভাবে শীতের রাতে
পারদ নামানো পাতে
দেকে তোলে আমায়
দেওয়াল ডাক...
ঘুম ভেঙ্গে সে যে
আলপিনের কাছে
ছিদ্র ভালোবেসে
যাক...
ঝোলানো খাতার নাম
পাতা হারানো খোঁজে
এভাবে রাত জাগি
আমি রোজ রোজ...
শুনতে নাই বা চাই
গেলাসে ছলকাই
কান্না গুলোর কেনা
বাক্সদানি...
তবুও কাঁদো কেন
মেঘ নয় অকারণও
যেন তোমারই দেহ
--দামী...
চোখের আবছা দেওয়াল-জোড়া
শূন্য বুকে এফোঁড়
দশ-পাঁচের কাহানিওয়ালা
আমাকে দাও...
উড়তে ডানা, মেলতে দাও
পায়ের জমিয়ানা
তবু শিকল লাগে আপন ভারী
বাস্তব শর্তখানা...
রোদ আসে আবারও রাত,
আমারই কেবল
উষ্ণ প্রতিঘাত
যখন বিকেল কষে
আমারই অঙ্ক
বন্ধ ভাবনার
--তুমি...
আর মিলতে না চাওয়া
-- দেহাঙ্গ.........।।
পারদ নামানো পাতে
দেকে তোলে আমায়
দেওয়াল ডাক...
ঘুম ভেঙ্গে সে যে
আলপিনের কাছে
ছিদ্র ভালোবেসে
যাক...
ঝোলানো খাতার নাম
পাতা হারানো খোঁজে
এভাবে রাত জাগি
আমি রোজ রোজ...
শুনতে নাই বা চাই
গেলাসে ছলকাই
কান্না গুলোর কেনা
বাক্সদানি...
তবুও কাঁদো কেন
মেঘ নয় অকারণও
যেন তোমারই দেহ
--দামী...
চোখের আবছা দেওয়াল-জোড়া
শূন্য বুকে এফোঁড়
দশ-পাঁচের কাহানিওয়ালা
আমাকে দাও...
উড়তে ডানা, মেলতে দাও
পায়ের জমিয়ানা
তবু শিকল লাগে আপন ভারী
বাস্তব শর্তখানা...
রোদ আসে আবারও রাত,
আমারই কেবল
উষ্ণ প্রতিঘাত
যখন বিকেল কষে
আমারই অঙ্ক
বন্ধ ভাবনার
--তুমি...
আর মিলতে না চাওয়া
-- দেহাঙ্গ.........।।
Comments