কখনও জড়িয়ে থাকা চাদরের গরাদখানার মাঝে
সকালের সংশোধন আমাকে দেখে ডাকে,
কুয়াশার স্নান-এ ভিড় করে জমে থাকা ভেজা ধুলো
আর ঘাস নামের চিরকালীন বিরক্তি নির্মূলক
কাক সেজে কিছুটা অন্ধকার ঢাকে...।।
সকালের সংশোধন আমাকে দেখে ডাকে,
কুয়াশার স্নান-এ ভিড় করে জমে থাকা ভেজা ধুলো
আর ঘাস নামের চিরকালীন বিরক্তি নির্মূলক
কাক সেজে কিছুটা অন্ধকার ঢাকে...।।
Comments