আমি অবিনশ্বর হতে চেয়ে যখনই হেঁটেছি পথ,
অবিরত আমায় বেঁধেছিল তোমার অহমিকার
কিছু বেমানান শব্দচয়ন, যার কোথাও আমি
বড় তুচ্ছ ব্যাকরণ-সম কেবলই প্রহেলিকার...।।
নিপীড়ন আসে বয়ে চলা স্রোতে,
শুখনো মালার ক্ষয়-লিপির বিপরীতে;
দৃষ্টি কোথাও হার মানায় দিগন্তেরও দম্ভ
আজি সেথা বেআবরু আমার দ্বিতীয় জন্ম...।।
অবিরত আমায় বেঁধেছিল তোমার অহমিকার
কিছু বেমানান শব্দচয়ন, যার কোথাও আমি
বড় তুচ্ছ ব্যাকরণ-সম কেবলই প্রহেলিকার...।।
নিপীড়ন আসে বয়ে চলা স্রোতে,
শুখনো মালার ক্ষয়-লিপির বিপরীতে;
দৃষ্টি কোথাও হার মানায় দিগন্তেরও দম্ভ
আজি সেথা বেআবরু আমার দ্বিতীয় জন্ম...।।
Comments