রাজ-দহন...... আমার অনুরাগে দহন হয়ে কখনো থমকে দাঁড়াতে পারো; তাতে পরে থাকা ব্যথার কুড়িয়ে চলতে থাকা ব্যায়াম, পরের পৃষ্ঠায় স্বাগমন ধারণ করতে পারে । সেখানে কোথাও বহুযুগের তোমার উপোষ ভাঙ্গতে পারে, আমার -- নিরামিষ দাঁতে । রং দিলেই যদি নাম বদলায় তাহলে আমার অঙ্গে আগুন জালিয়ে পথ দেখার ব্যবস্থাপনায় বিরত থাকতাম, বরং, আবেগের ভড়ং দেখার জন্য, কাল-কুঠুরির রাজা সেজে গোটা ছাদ টা জয় করতে নামতাম না । আমার পায়ে রোদ সইল না, রাজত্ব গেল তাই, আমার আগুন জলে মন সাদা হল না, রাজকন্যাও রঙিন জলছবি তাই । আমি শুধু প্রান্তদেশের পটুয়া, লিখছি হলুদ রঙের গান, খাতা কলমের ভিড় করা আবদারে খিড়কির বাইরে, ঝুলন্ত অর্ধেক ছাদে, আমার জলসা নামে পায়রা নাচে, আজ ---- আমি রাজা পূর্ণ পোষাকে ...।। -- অরিজিৎ নন্দী (২৪ শে জুন, ২০১২)
"Porijayir Katha" - Ek thikana, jekhane sthawitto sudhu sobder, mormer, bhabnar, sorirer nay.. Ekhane moner katha kade, hase katha bole, kobitar chhole.. Ekhane durotto sudhu porihaas matro.. Asun, likhun, galpo karun.. -- Arijit Nandi