Skip to main content

Posts

Showing posts from June, 2012

রাজ-দহন -- ২৪ শে জুন, ২০১২

রাজ-দহন...... আমার অনুরাগে দহন হয়ে কখনো থমকে দাঁড়াতে পারো; তাতে পরে থাকা ব্যথার কুড়িয়ে চলতে থাকা ব্যায়াম, পরের পৃষ্ঠায় স্বাগমন ধারণ করতে পারে । সেখানে কোথাও বহুযুগের তোমার উপোষ ভাঙ্গতে পারে, আমার -- নিরামিষ দাঁতে । রং দিলেই যদি নাম বদলায় তাহলে আমার অঙ্গে আগুন জালিয়ে পথ দেখার ব্যবস্থাপনায় বিরত থাকতাম, বরং, আবেগের ভড়ং দেখার জন্য, কাল-কুঠুরির রাজা সেজে গোটা ছাদ টা জয় করতে নামতাম না । আমার পায়ে রোদ সইল না, রাজত্ব গেল তাই, আমার আগুন জলে মন সাদা হল না, রাজকন্যাও রঙিন জলছবি তাই । আমি শুধু প্রান্তদেশের পটুয়া, লিখছি হলুদ রঙের গান, খাতা কলমের ভিড় করা আবদারে খিড়কির বাইরে, ঝুলন্ত অর্ধেক ছাদে, আমার জলসা নামে পায়রা নাচে, আজ ---- আমি রাজা পূর্ণ পোষাকে ...।। -- অরিজিৎ নন্দী (২৪ শে জুন, ২০১২)

Stethoscope-er Kanna - 16th June, 2012

Jekhane Heart-Beat ekla ghore, Chilekuthuri banay sira uposira; Sekhane tolani namok dhulobali haye Prem ghire dhore Jounota.. Anoto anguler, kichu bajano chord, Matal haoar fike neshay, aro torol, Tobu sorir bole dako jake, Take mitthe lobhe bahanay chalai, Tumi ajo rong sekhoni, -- Gaye porte.... Stethoscope-er faka awaze, Pills gulor Mohamichil, Gelaser rong dhire dhire hay alcohol; Jekhane tumi abedon-e sthitishil. Aro govir hote pare dissection.. Chamra khule karotir, Ghorar gari chore sobdo chotay, Kichu otit, kichu ghenna, ---- Jara vison Podatik...... -- Arijit Nandi (16th June, 2012)
Tumi Ajo kalo rong-e sajo, Ajo natun megher bristi khojo; Khabor dilo ajana pathik amay, Abar natun keu elo tomar anginay, Chhalona, naam karon hajaro chadore Abar dhakbe tomar tomosare; Evabe cholte na pere, jao na cholei, Bachar hale beche jabo -- Evabe parina ar, tumi acho bole.... ||

হাল্লা রাজার সেনা - ৭ই জুন, ২০১২

চোরাবালি, আমি নিঠুর তুমি ক্যানে নও, একুল অকুল যাইবা যবে বাইয়া দিও নাও, ডিঙা খানি ছোট মোর, দাঁড় খাইন অসার; আমার মেইঘে বসাস নারে ধূসরের পসার -- "তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।" মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে, প্রাণটা দিলাম মুই বেঘোরে তবু মোরে কইলিনা তুই, ক্যামনে বাইনু দাঁড়, আমার ছোট্ট রাজার হাল্লা খানি, নীল মড়কে মরে; মাপখানি আর বুঝলিনা রে, বুকে নিয়ে ভার -- "তোরা যুদ্ধ করে করবি কি তা বল...।।"......... - অরিজিৎ নন্দী ( ৭ই জুন, ২০১২)

দাগের উপাদান - ৪ঠা জুন, ২০১২

দাগের প্রধান উপাদানের আবির্ভাবও কখনো কখনো রঙের ভুলে ফিকে হয়, আর অযাচিত প্রশ্ন তার পাথেয় শেষে কিছু জবাব ভিক্ষে চায়, যেখানে জেনে বুঝেও অবুঝের অভিনয় হাততালির পসরা সাজায়, আগমনে আরেকটি রঙের ভুলের...।। নামের বানানে কিছু ব্যাবধান, তবু সন্ধ্যে নামে আলো ঢেকে, জরায়ু কাঁদে বুদ্ধি খুঁজে, অপবাদ শুধু আসে প্রলয়ের আকার মুড়ে, শূন্য মুঠোয় তবু সুতো বাঁধা, কিছু ফিকে হওয়া রঙের ভুল স্মৃতি নিয়ে, তবু জন্ম নেবে, আকর, কষ্টিপাথরের নিয়তে আর রঙ লাল হবে, মৃত আমার ভ্রুন সারিতে......।। -- Arijit Nandi, 4th june, 2012

স্বচ্ছ ব্যাভিচার - ১লা জুন, ২০১২

আমি স্বচ্ছ তাই আমার দাগগুলো দৃশ্যমান, আর তুমি অস্বচ্ছ, তাই অপারগ তোমার ব্যাভিচারিতায়, সেথা প্রতিবাদ হতে পারিনি কভু, দায়ভার যন্ত্রণায় শিকার হয়েছি আত্মগ্লানির মাঝে, ঢের বেশি লাঞ্ছনায়...।। তুমি জুক্তি-তক্কের মাঝে বিচার কর তাদের, যারা নক্ষত্র, কখনো ফিরে দাওনি করুণা, আমরা যারা আঁধারে...।। যা কিছু কটু, কু বলে সমাজ, আমি মৃত হলেও সেথা, আর যা কিছু সঠিক, অমলিন, তোমারই হাজার সুতোয় গাঁথা...।। তোমার উচ্ছ্বাসে তুমি অন্ধ, ন্যায়দণ্ড তোমার পক্ষপাত, শুধু দোষের ভেলা ভাসায় আমারি সুতো গুলো ---- পোশাকের আড়ালে সম্পর্কের দাগ, এ তোমার ভালোই আঘাত...।। —  - অরিজিৎ নন্দী ( ১লা জুন, ২০১২)

বিভাজীয় তত্ত্ব - ২৪ শে মে, ২০১২

আমার বিভাজীয় তত্ত্ব খানি আজ দাবী নাহি চায়, সে কেবলি মৃত্যু হয়ে ফিরে, তোমারই পন্থায়... রোমহর্ষক অন্ধকারের প্রতিফলনে, দুমুঠো খাবার খুঁজে যারা ভালোবাসার বিলাসিতা কোমরে বাঁধে, আমি তাদের অন্তরদ্বন্দ, তোমার কাছে অভিশাপ ; আমিও হতে পারি শৈশব , শুধু যৌনাঙ্গ ভুলে, কখন ইচ্ছে হয় বিষ ছড়িয়ে ফেলি......... ------- তোমাদের করোটি খুলে...।। - অরিজিৎ নন্দী ( ২৪ শে মে, ২০১২)
চাদরে ঢাকা কান্নার মাঝে আমার বিজ্ঞাপনী নাম যখন, আমার পরিচয়ে আকৃষ্ট হয়ে তোমায় খোঁজে --- কেন চিরকাল সে পায় তোমায় নিওন আলো মাখানো পিচের পথের, আর গভীরে ধূসর সাজে......।।

PORAJITO MORON - 13TH MAY, 2012

Keboli ami sudhu bhabi mone, Tomari chaya, ase kon khone, Abaro puray mor majhe more Eki hay soda bicharo tomar, Amar porane sunnyo aloye Basa khani bhase, mando meghe Baripat nahi chahi ankhi majhe Dorbare aj nei tumi saje, Keboli khoje birohe kator Mon sudhu tomaro arohon, Tobuo nahi mone pore more, Aso nai aro ekbaro fire, Sukher chaoyay ami aboheli Dekhibo tomar mukhomaala, Eso hride mor, aro kichu khon Morono mitak aji porajoy jwala...... -- Arijit Nandi (13th May, 2012)