বিধুর কিছু ক্ষণে
অলীকের রোমন্থন,
অন্ধকারের হানাদার
কারাগারও দরবারী ।
আচ্ছন্ন পর্দায় গিলেতিনের ধার
আছড়ে পড়া নরমুণ্ড অসার,
বিদূষক সেথা সভালয়ে
অশ্রু মায়াজালে
রুপান্তর খেলায়;
তবু মৃত্যু থামেনা চলমান,
কখনো আত্মহত্যা
-- অভাবে আত্মসম্মান...।।
- Get link
- X
- Other Apps
Comments