বিবিধ আলিঙ্গন
পারদত্তর উষ্ণতার জলীয় বাষ্পে
ভেদাভেদের অনুকূলে প্রশ্ন-স্রোত,
সদ্যস্নাতা তুমি আলিঙ্গনাবদ্ধ
কারাগার হয়ে আত্নগ্লানিময়ী,
আমার সম্মিলনী দুর্ভোগ-দায়
মিলনে স্থির চঞ্চলতর অঙ্গের আঙ্গিকে,
কামনা ধূসর, চিৎকৃত বিলম্বে
সহায়ক-ধর্মী রসায়নী কাব্যগ্রন্থে;
সে বিদূর রোমন্থন, নশ্বর বাস্তবে
কিছু বিবধ আমি ---------
------- খণ্ড খণ্ড হৃদ তাণ্ডবে......।।
-- অরিজিৎ নন্দী (২৫ শে এপ্রিল, ২০১২ )
- Get link
- X
- Other Apps
Comments