রাজকোষ.....
আমার ক্ষ্যাপা রাজার ঘোড়া চাই,
কত দাম পড়বে জানো ?
--হুজুর সে তো আনেক টাকা,
--রাজকোষের মায়া নেই ? সব যে সাড়...
কে বলেছে সাড় মন্ত্রী ?
শাসন আছে, শোষণ আছে, রক্ত আছে,
-- আর মাংসটা ?
ওটার জন্য কুকুর আছে ।
-- আর দয়া, মায়া, মানবিকতা ?
আহ ! মন্ত্রী, তুমি বড় গরীব শব্দ দিলে,
কানের মাথা খেলে,
আতর এনে ঢাল দেখি ক ফোঁটা,
--আতর ঢেলে কি লাভ হুজুর,
--ও যে পচন ভেতরে ।
--আপনি ঘোড়া চালান, ওরা মূর্খ
--বোঝেনি...।।
বড় বেয়াদপ তো তুমি, আমার নুনে
কর আমার সাথে নিমকহারামি ?
--জিভ যে তিক্ত রাজা,
--আজ স্বাদ নেই নুনের,
--রক্ত চুষে চুষে তোমার সাথে
--আমি হলেম অজাত মানিক...।
--না কেউ নেবে, না কুরাবে...।
বটে ? কি দামই বা তোমার ?
--জানিনা, তবে কান্নাটা, জমাতে গেলে,
--রাজকোষ-ও দেয় বাধা...। বলে
--বড্ড গরীব সোনা...।।
-Arijit Nandi ( 12th November, 2011)
- Get link
- X
- Other Apps
Comments